মা ইলিশ সংরক্ষণে বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। ১৮ অক্টোবর (শুক্রবার) উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম মঠবাড়ীয়া (পিরোজপুরের) নেতৃত্বে বলেশ্বর নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫০০ মিটার ইলিশ জাল, ০৪ টি চরঘেড়া জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।তবে অভিজান চলাকালে কোন মালিক পাওয়া যায়নি।
জানা গেছে, চলতি মাসের ১৩ তারিখ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু অনেকেই এ আদেশ অমান্য করে নদীতে ইলিশ শিকারে নামেন। উপজেলা নির্বাহী অফিসার জানান অভিযান শেষে জব্দকৃত জালগুলি বলেশ্বর নদীরকূলে জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরন করা হয়।তিনি আরও জানান মা- ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS