Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মঠবাড়ীয়া উপজেলার পটভূমি

মঠবাড়ীয়া উপজেলার পটভূমি:

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার আয়তন ও জনসংখ্যার দিক থেকে বড় উপজেলা। এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। মঠবাড়ীয়া উপজেলার নামকরন সম্পর্কে স্থানীয় জনসাধারণের অভিমত অনেক দিন পুর্বে এখানে এটি প্রাচীন মঠ চিল।এই মঠকে কেন্দ্র করে এখানে পুজা অর্চনা হতো। সেখান থেকেই মঠবাড়ীয়া বাজারের সৃস্টি হয়। মঠবাড়ীয়া বাজার শব্দ থেকেই কালক্রমে মঠবাড়ীয়া আত্মপ্রকাশ হয়।

মঠবাড়ীয়াউপজেলার ভৌগলিক পরিচিতি উত্তর অক্ষাংশের ২২০৯/ এবং ২২২৪/ দ্রাঘিমাংশ এবং পূর্ব অক্ষাংশের ৮৯০৫২/ এবং ৯০০৩/মধ্যে এ উপজেলার উত্তরে পিরোজপুর সদর এবং ভান্ডারিয়া উপজেলা পূর্বে কাঠালিয়া এবং বামনা উপজেলা দক্ষিনে পাথরঘাটা উপজেলা এবং পূর্বে সরনখোলা উপজেলা এবং বলেশ্বর নদী।